অদ্য ২৫ জুলাই রোভারিং সম্প্রসারনের লক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং কার্যক্রম চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খান এলটি সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. ফরিদ উদ্দিন আহমেদ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঞা এবং লিডিং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. কাজী আজিজুল মাওলা মহোদয়ের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন দল গঠন এবং রোভার স্কাউট ফি আদায়ের বিষয় মতবিনিময় করেন। এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ ও অ্যাডাল্ট রিসোর্স) অধ্যাপক ড. মিজানুর রহমান মজুমদার, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার এর সম্পাদক মোঃ মবশ্বীর আলী, আরএসএল মোঃ গালিব হাসান প্রমুখ।