Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০২৩

সম্পাদক

প্রফেসর মুহম্মদ এনামুল হক খান-এলটি
সম্পাদক
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল

প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান-এলটি ১৯৫৯ সালের ০১ জানুয়ারি কুমিলস্না আদর্শ উপজেলার বলস্নভপুর গ্রামের এক সম্ভ্রাšত্ম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুহম্মদ আশরাফ উদ্দিন খান ও মাতা আবেদা খানম। ব্যক্তি জীবনে জনাব খান অধ্যাপিকা শেখ সুলতানা রাজিয়ার স্বামী এবং প্রকৌশলী রায়হানুল হক খান এবং ডা. নাফিজা নওশীন খান এর গর্বিত পিতা।

তিনি ঢাকার খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কুমিলস্না ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে ১৯৮০ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

জনাব এনামুল হক খান ১৯৮৬ সালে শিড়্গা ক্যাডারে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি সরকারি রামগঞ্জ কলেজ-লক্ষ্মীপুর, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ-ঢাকা, সরকারি বাঙলা কলেজ-ঢাকা, এডওয়ার্ড কলেজ-পাবনায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি সরকারি তিতুমীর কলেজ, ঢাকায় উপাধ্যড়্গ হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২০১৯ সালে সরকারি তিতুমীর কলেজ, ঢাকার অধ্যড়্গ (ভারপ্রাপ্ত) হিসেবে অবসর গ্রহণ করেন।

প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান ২৫/৪/১৯৮৭ তারিখ রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণের মাধ্যমে স্কাউটিং জীবন শুরম্ন করেন। বেসিক কোর্স গ্রহণের পর হতেই ঢাকা সরকারি সোহরাওয়ার্দী কলেজ (১৯৮৯-২০০৬) রোভার স্কাউট গ্রম্নপের গ্রম্নপ সম্পাদক হিসেবে ইউনিটের সাথে সক্রিয়ভাবে কাজ করেন। কলেজের রোভার দলের বিভিন্ন ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ দলের উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলে রোভার নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যšত্ম পর্যায়ক্রমে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্য, সহযোজিত সদস্য এবং কোষাধ্যক্ষের ন্যায় গুরম্ন দায়িত্ব পালন করেন। তাঁর সাংগঠনিক তৎপরতায় ঢাকা জেলা রোভারের বিভিন্ন কার্যক্রম বেগবান হয়।

তিনি উলেস্নখযোগ্য সংখ্যক জেলা রোভার মুট, আঞ্চলিক রোভার মুট, জাতীয় ক্যাম্পুরী, কমডেকা, জাতীয় রোভার মুটসহ বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি সার্কভুক্ত সকল দেশে বিভিন্ন স্কাউটিং কার্যক্রমসহ তাইওয়ানে অনুষ্ঠিত ১২তম বিশ্ব রোভার মুট, ২০০৯ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৩তম এপিআর কনফারেন্সসহ বিভিন্ন আšত্মর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনারে যোগদান ও মেট কোর্স, ব্যাজ কোর্স, রোভার নেতা বেসিক কোর্স, রোভার নেতা অ্যাডভান্সড কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটিংয়ে তাঁর সকল পদে দায়িত্বকালীন অত্যšত্ম নিষ্ঠা, বিশ্ব¯ত্মতা ও দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেছেন। এছাড়া তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স, টিওটি কোর্স, কম্পিউটার এপিস্নকেশন কোর্স, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সসহ বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

বাংলাদেশ স্কাউটস এর আন্দোলনকে গতিশীল করার জন্য তিনি রোভার স্কাউটিং বিষয়টিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঐচ্ছিক বিষয় হিসেবে অšত্মর্ভুক্তকরণ, কোর্স কারিকুলাম প্রণয়ন, পরীড়্গা গ্রহণ ও মূল্যায়ন সম্পর্কে অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি স্কাউটিং বিষয়ক বিভিন্ন প্রশিড়্গণ, প্রোগ্রাম, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণের জন্য ভারত, নেপাল, ভুটান, পাকি¯ত্মান, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, দড়্গণি কোরিয়া, কাতার, সৌদি আরব, ফ্রান্স, চীন, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, জাপানসহ বিভিন্ন দেশ সফর করেন। 

প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান ২০০৭ সালে বাংলাদেশ স্কাউটস এর সহকারী লিডার ট্রেনার নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশ স্কাউটস তাঁর স্কাউটিং আন্দোলনে অসমান্য অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশ স্কাউটসের অনুমোদনক্রমে তিনি ফ্রান্স স্কাউটস এন্ড গাইডস এর আর্থিক সহায়তায় প্যারিসের জাম্বেলি ট্রেনিং সেন্টারে প্রথম বাংলাদেশী হিসেবে ইউরোপে সিএলটি কোর্স সম্পন্ন করেন এবং ২০১৫ সালে বাংলাদেশ স্কাউটস তাঁকে লিডার ট্রেনার হিসেবে সম্মানীয় দায়িত্ব প্রদান করে।

জনাব এনামুল হক খান বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলে ২০০৩ থেকে ২০০৬ পর্যšত্ম আঞ্চলিক উপ-কমিশনার (প্রচার ও জনসংযোগ) এবং ২০০৬ থেকে ২০০৯ পর্যšত্ম আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও সম্প্রসারণ), ২০০৯ থেকে ২০১২ পর্যšত্ম আঞ্চলিক যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ থেকে ২০১৮ থেকে আঞ্চলিক উপ-কমিশনার (অ্যাডাল্ট ইন স্কাউটিং) এবং ২০১৪-২০১৭ পর্যšত্ম জাতীয় অ্যাডাল্ট রিসোর্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪২তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০১৭ থেকে আজ অবধি বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ঐকাšিত্মক প্রচেষ্টায় বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের স্থায়ী কার্যালয়ের জন্য মিরপুরে সরকার কর্তৃক বরাদ্দকৃত জায়গা দখল পাওয়া সহজতর হয়েছে এবং সেখানে একটি বহুতল ভবন নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাড়্গর সম্ভব হয়েছে। বর্তমানে ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। প্রফেসর মুহম্মদ এনামুল হক খান ৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৭তম বিশেষ কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হন এবং সম্পাদক হিসেবে তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি অত্যšত্ম নিষ্ঠার সাথে পালন করছেন।

স্কাউটিংয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস তাঁকে ন্যাশনাল সার্টিফিকেট, মেডেল অব মেরিট, বার টু দি মেডেল অব মেরিট, সি এন সি’জ অ্যাওয়ার্ড এবং ২০১৬ সালে দ্বিতীয় সর্বোচ্চ রৌপ্য ইলিশ ও ২০২১ সালে সর্বোচ্চ রৌপ্য ব্যাঘ্র পদকে ভূষিত করে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon